Friday, August 10, 2012

মিশকালো রাত আর পীচকালো রাস্তাকে চিরে দিয়ে ছুটে চলে ট্রাক(ফেসবুক থেকে নেয়া)


মিশকালো রাত আর পীচকালো রাস্তাকে
চিরে দিয়ে ছুটে চলে ট্রাক
কোনচোখা ড্রাইভার
চলে চাকা পরিবার
ফেলে আসা পথে কত রাত।
সস্তার মদ খেয়ে, ট্রাকের ছাদেতে শুয়ে
তারা গোনে হেল্পার পাগলা জগাই
"রাত বলে যাই, যাই
ডাক দিয়ে যাই"
ভূতুরে গাছের ছায়ায়
ফেলে আসা মহুমায়া
ঝাঁক বাঁধে জগাইয়ের চোখে
জগাই তবু হাসে
নেশা করে অবকাশে
তারা গোনে আনন্দে শোকে
হয়তো মনের কোণে,
জীবনের সুদ গোনে
বেহিসেবী জীবনের হাতে গোনা টাকা আনা পাই
ফেলে আসা তার গাঁয়
আরও কত শত মুখ
ধূসর পথের ধুলো মেখে
তবে কি সেখানে কেউ
পথ চেয়ে বসে আজো।
আঁখি জলে আলপনা এঁকে
জগাই নির্বিকার
আকাশটা চোখে তার
পিছু ফিরে দেখা বা ভাবনার নেইকো বালাই
কখনও হিংসে হয়,
অবকাসে অসময়
আমি কি জগাই হতে পারি?
আমিওতো তারা গুনি
আকাশকে কাছে টানি
আমিওতো দিতে পারি পাড়ি
আসলেতো আমি লোভী
মূলধনে থাকা কবি
পারবোনা হতে আমি হেল্পার পাগলা জগাই...

"রাত বলে যাই, যাই
ডাক দিয়ে যাই"
 — at - নচিকেতা.... তুমি একটা জিনিস গুরু....