Friday, August 10, 2012

মিশকালো রাত আর পীচকালো রাস্তাকে চিরে দিয়ে ছুটে চলে ট্রাক(ফেসবুক থেকে নেয়া)


মিশকালো রাত আর পীচকালো রাস্তাকে
চিরে দিয়ে ছুটে চলে ট্রাক
কোনচোখা ড্রাইভার
চলে চাকা পরিবার
ফেলে আসা পথে কত রাত।
সস্তার মদ খেয়ে, ট্রাকের ছাদেতে শুয়ে
তারা গোনে হেল্পার পাগলা জগাই
"রাত বলে যাই, যাই
ডাক দিয়ে যাই"
ভূতুরে গাছের ছায়ায়
ফেলে আসা মহুমায়া
ঝাঁক বাঁধে জগাইয়ের চোখে
জগাই তবু হাসে
নেশা করে অবকাশে
তারা গোনে আনন্দে শোকে
হয়তো মনের কোণে,
জীবনের সুদ গোনে
বেহিসেবী জীবনের হাতে গোনা টাকা আনা পাই
ফেলে আসা তার গাঁয়
আরও কত শত মুখ
ধূসর পথের ধুলো মেখে
তবে কি সেখানে কেউ
পথ চেয়ে বসে আজো।
আঁখি জলে আলপনা এঁকে
জগাই নির্বিকার
আকাশটা চোখে তার
পিছু ফিরে দেখা বা ভাবনার নেইকো বালাই
কখনও হিংসে হয়,
অবকাসে অসময়
আমি কি জগাই হতে পারি?
আমিওতো তারা গুনি
আকাশকে কাছে টানি
আমিওতো দিতে পারি পাড়ি
আসলেতো আমি লোভী
মূলধনে থাকা কবি
পারবোনা হতে আমি হেল্পার পাগলা জগাই...

"রাত বলে যাই, যাই
ডাক দিয়ে যাই"
 — at - নচিকেতা.... তুমি একটা জিনিস গুরু....

Tuesday, June 26, 2012

গল্প কবিতা ।সত্যিকারের ভালবাসা Golpo Kobita .shottikarer valobasa


গল্প কবিতা Golpo Kobita
সত্যিকারের ভালবাসা

একটা গাছে একটি পাখি বাসা বেঁধেছিল
তারি পাশে ছিল একটা ফুলের বাগান
সে বাগানের একটি গোলাপ ফুল গাছে ফুটেছিল একটি
সাদা গোলাপ.
একদিন পাখিটি ফুলটিকে বললো যে
আমি তোমাকে ভালবাসি.
তখন ফুলটি বললো আমি যেদিন লাল হবো সেদিন তোমাকে ভালবাসবো.
তখন পাখিটি নিজের শরীর কেঁটে ফুলটিকে
লাল করে দিল.

Monday, June 25, 2012

কবিতার নাম ঈদ এর খুসি kobiter nam eid er khusi.


নীল আকাশের মেঘের ভেলায়
দীঘির জলে ফুলের মেলায়
সবুজ ঘাসের শিশির কোনে
প্রজাপতির রঙ্গিন ডানায়
ঈদের শুভেচ্ছা জানায়.

Saturday, June 23, 2012

কবিতার নাম। মনের মত kobitar nam .moner moto


প্রজাপতি হয়ে উরুক মন বাতাসে
মেঘ হয়ে স্বপ্ন গুলো সাজুক আকাশে
বৃষ্টির মত আনন্দ ঝরুক অবিরত
প্রতিটি দিন হোক তোমার মনের মত.

কবিতার নাম ।ঈদের দিন kobitar nam.eid er din


ঈদের সকালটা হোক সৃনগদ্বময়
দুপুরটা হোক রৌদ্দময়
বিকালটা হোক আনন্দময়
সন্দ্যাটা হোক শান্তময়
রাতটাহোক জোসনাময়।

Wednesday, June 20, 2012

কে চায়না ke chai na


কে চায়না জীবনে সুখী হতে
 কে চায়না জীবনে বড় হতে
কে চায়না জীবনে সুখ পেতে
কে চায়না জীবনে ধনী হতে
কিন্তু মানুষ তো সব কিছু পায়না
তবুও মানুষ আশা বাধে সব    কিছু পাবার জন্য.

Monday, June 18, 2012

দিনটা হোক অমলিন dinta hok amolin


নীশি যখন ভোর হবে
সুখ তারা নীভে যাবে
আসবে একটা নতুন দিন
দুঃখ হতাশা
ক্লান্তি ভোলা দিনটা হোক অমলিন